অবহেলা আর অযত্নে পড়ে আছে ব্রাহ্মণবাড়ীয়ার পৈরতলা গনকবর!

20141218025805

 

বাংলাদেশ স্বাধীন হবার কিছুদিন পূর্বে উম্মাদ হয়ে যায় পাকিস্তানী বাহিনী। পাকিস্তানী বর্বর বাহিনী তাদের পূর্ব পরিকল্পনা অনুসারে বাংলাদেশকে মেধা শুন্য করার উৎসবে মেতে ওঠে। নিশ্চিত পরাজয় বুঝতে পেরে স্বাধীনতার কিছুদিন পূর্বে পাকিস্তানী বাহিনী মেতে ওঠে ধ্বংসযজ্ঞে। সারা দেশেরে মত ব্রাহ্মণবাড়ীয়ার ‍পুরুলিয়াতেও আক্রমন করে পাকিস্তানী বাহিনী।৮ ডিসেম্বর এখানে হত্যা করা হয় স্থানীয় কলেজের অধ্যাপক লুৎফর রহমান সহ প্রায় ১০২ জনকে।শহীদদের ওই সময় দাফন করা হয় পৈরতলায়।

সেই মহামানবদের গণকবর আজ পড়ে অযত্নে আর অবহেলায়। এমনকি গণকবরে যাওয়ার রাস্তাটি পর্যন্ত নাই্। স্থানীয়দের অভিযোগ, বার বার উদ্দ্যেগ নেয়ার পরেও কোন এক অজানা শক্তির কারনে বাস্তবায়ন হচ্ছে না ব্রাহ্মণবাড়ীয়ার পৈরতলা গনকবরের কাজ। খুবশীঘ্রই গণকবরের উন্নয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসীন্দারা।

 

Related Posts

About The Author

Add Comment