করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২১ জানুয়ারি থেকে স্কুল–কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সরকারের পূর্বঘোষণা অনুযায়ী আজ (২২ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।
তবে শিক্ষার্থীদের সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠগ্রহণের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। শুধুমাত্র যারা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে শুধুমাত্র তারাই শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে ক্লাস অংশগ্রহণ করতে পারবে।
আরও পড়ুনঃ বইমেলায় আগত সকলকে অনন্ত একটি করে বই কেনার আহবান জানান কবি এস এম শাহনূর
আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ২ মার্চ। এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা কবে ক্লাসে ফিরতে পারবে, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সূত্রঃ জাগো নিউজ