করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ১৪৩

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় ১৪৩ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক মৃত্যুর রেকর্ড। তাদের মধ্যে পুরুষ ৯০ জন এবং নারী ৫৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে।

দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার ৩০১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা হলো ৮ লাখ ২০ হাজার ৯১৩।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Related Posts

About The Author

Add Comment