চীনের ডজনখানেক কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির উদ্বেগ উল্লেখ করে আরও ডজন খানেকের মত চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়।

সম্প্রতি তাইওয়ানসহ বেশ কিছু ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা যেন থামনা। এর মধ্যে নতুন এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, এসব তালিকায় অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান গুলোর মধ্যে বেশ কিছু কোম্পানি চীনের সামরিক বাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং প্রোগ্রাম বিকাশে সহায়তা করছে। সাবেক ট্রাম্প প্রশাসনের সময় কাল থেকে জাতীয় নিরাপত্তার কারণে এই তালিকা করা হয়ে থাকে।

মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, পাকিস্তানের অনিরাপদ পারমাণবিক কার্যক্রম বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি’তে জড়িত থাকার কারণে পাকিস্তান এবং চীনে কর্মরত ১৬ জন ব্যক্তি এবং সংস্থাকেও তালিকায় যুক্ত করা হয়েছে।



Related Posts

About The Author

Add Comment