জিয়া হত্যার নিন্দা জানিয়ে প্রথম বিবৃতি দেন তত্কালীন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনাসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ওই ঘটনার নিন্দা জানিয়ে প্রথম বিবৃতি দেন তত্কালীন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সাংসদ ফজিলাতুন্নেছা বাপ্পির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ দাবি করেন।

 

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতির পদ দখল করেছিলেন। সে সময় তিনি ও তাঁর বোন শেখ রেহানা জার্মানিতে ছিলেন। দেশে ফিরতে চাইলে জিয়া সব সময় বাধা দিয়েছেন। তিনি বলেন, যেদিন জিয়া খুন হন, ওই দিন তিনি (শেখ হাসিনা) সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। জিয়ার খুনের ঘটনার পর ঢাকার সঙ্গে সব জায়গার ট্রেন চলাচল বন্ধে হয়ে যায়। আখাউড়ায় এসে তাঁরা জিয়ার মৃত্যু সংবাদ জানতে পারেন। সেখান থেকে তিনি কিশোরগঞ্জের ভৈরবে পৌঁছে বিবৃতি দেন।

Related Posts

About The Author

Add Comment