পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হারল বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২ঃ০০ ঘটিকাই শুরু হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই দেশের মাটিতে প্রথম ম্যাচ।
করোনার কারনে দেশের মাঠে স্টেডিয়ামে খেলা বন্দ হওয়ার পর থেকে এটাই দেশের মাঠে মিরপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচ। শের ই বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ছিল চোখে পরার মত। বাংলাদেশ প্রথম ব্যাটিয়ে টার্গেট সংগ্রহ খুব একটা বেশি ছিল না।বাংলাদেশ দল ২০ ওভারে ১২৭ রান করেছে ৭ উইকেটে।
অন্যদিকে পাকিস্তান ব্যাটিয়ে নেমে ১৯ ওভার ২ বলে ১৩২ রান করে ৬ উইকেটে। বাংলাদেশ দলের জয়ের আশা থাকলেও শেষে হয়ে উঠেনি। শেষ ওভারে দরকার ছিল ২ রান। বল করলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। প্রথম বলে কোনো রান দিলেন না। দ্বিতীয় বলে শাদাব খান মারলেন বাউন্ডারির, ছক্কা। ৪ বল হাতে রেখে ৪ উইকেটের ব্যবধানে জয় নিয়ে নিলো পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হারল বাংলাদেশ
|
November 19, 2021 |