দেশের বিভিন্নাংশে ভয়াবহ ভুমিকম্প !

খালেদা আক্তারঃ আজ ২৫-শে ফেব্রুয়ারী আনুমানিক ১২.৩০ মিনিটে দেশের সব মানুষ যার যার কাজে ব্যস্ত। কেউ কেউ দুপুরের খাবারের জন্য অপেক্ষা করছে, আবার কেউ কেউ দুপুরের খাবার তৈরী করছে। ঠিক এমনি সময় হঠাৎ করে মানুষের ছোটাছুটি শুরু হয়, উঁছু উঁছু দালান থেকে মানুষ নিছের দিকে নামতে শুরু করে, কেউ কেউ ছাদে উঠতে শুরু করে। আস্তে আস্তে সবাই বুঝতে পারে ভুমিকম্প হচ্ছে। চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। ইউএসজিএস -এর তথ্য মতে আজ ৭.৫ মাত্রায় ভূমিকম্প হয় । দফায় দফায় কয়েক মিনিটের ভুমিকম্প ঢাকার খিলক্ষেত ও উত্তরা তে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। নেপালের পোখারার কাছ থেকে শুরু করে নিমিষেই এটি ভারত ও বাংলাদেশে ছড়িয়ে যায়। নেপাল ও ভারতে ও এর মাত্রা ছিলো ৭.৫। তবে এই ভূমিকম্পের রাজধানীর যাত্রাবাড়ীতে ২-টি ভবন হেলে পড়েছে ।বঙ্গবাজার মার্কেটে ৫ তলা একটি ভবন হেলে পড়ার খবর জানা গেছে। এবং তেজগাঁও-এর বহুতলের একটি   ভবনে ফাটল দেখা দিয়েছে।

নিকুন্জ-২ এর একটি অফিস এক্সক্লুসিভ ওয়েব সার্ভিস এর ভুমি কম্পের দৃশ্য …………

Related Posts

About The Author

Add Comment