সুন্দরবনে বনদস্যু করিম বাহিনীর প্রধান করিম ও আলামিন নামে তার এক সহযোগী গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি: গতকাল রাত ১২টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনের ত্রাস বনদস্যু করিম বাহিনীর প্রধান করিম ও আলামিন নামে তার এক সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান ও নাজমুল এবং কনস্টেবল সোনা মিয়া এই ঘটনায় আহত হন।জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে ও আলামিন একই গ্রামের কাশেম গাজীর ছেলে। এলাকায় তারা বনদস্যু হিসেবে সুপরিচিত।পুলিশের ভাষ্য অনুসারে, রোববার সকালে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া এলাকা থেকে করিম ও আলামিনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনগণ। পরে করিম ও আলামিনের স্বীকারোক্তি অনুযায়ী রাতে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য চুনা নদীর পাড়ে যায় পুলিশ। এসময় সেখানে অবস্থানরত করিম বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এভাবে কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলার একপর্যায়ে দস্যুরা পালিয়ে যায়। এ ঘটনায় করিম ও আলামিন গুলিবিদ্ধ হন। এই বন্দুক যুদ্ধে আহত হন (এসআই) ইমরান ও নাজমুল এবং কনস্টেবল সোনা মিয়া নামে পুলিশ সদস্যরা।

পুলিশ আরো জানায়, গুলিবিদ্ধ দুই বনদস্যু ও  আহত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পাইপ গান, ছুরি ও গুলি উদ্ধার করা হয়েছে।

Related Posts

About The Author

Add Comment