কাতারে করোনায় ৪৫ বাংলাদেশির মৃত্যু

২৮ লাখ মানুষের দেশ কাতারে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪২৮ জন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ৪৫। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে কাতারে বাংলাদেশি কর্মীদের অবস্থা করোনার প্রথম ঢেউয়ের তুলনায় বেশ নিরাপদ। ফলে, এখন নতুন করে চাকরি হারানোর কোনো ঘটনা ঘটছে না। গতকাল রোববার প্রথম আলো বন্ধুসভা কাতারের উদ্যোগে আয়োজিত কেমন আছেন কাতারপ্রবাসীরা শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানান বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজুর রহমান জানান, বর্তমানে কাতারে সংখ্যার বিচারে বাংলাদেশি কমিউনিটির অবস্থান দ্বিতীয়। এই কমিউনিটির কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কাতারের বিভিন্ন বিষয়ে বাংলাদেশিদের সচেতনতার যে ঘাটতি রয়েছে, তা পূরণে কমিউনিটির সামাজিক সংগঠন ও ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। করোনার বর্তমান পরিস্থিতিতে কাতারপ্রবাসী বাংলাদেশিদের সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রেখে কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া বিধিনিষেধ মেনে চলার জন্য আহ্বান জানান শ্রম কাউন্সেলর মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে শ্রম কাউন্সেলর আরও জানান, এ বছর পবিত্র রমজান মাসের সম্মানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি কাতারের কারাগারে বন্দী বেশ কিছু সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমার ঘোষণা দেন। এই তালিকায় ২০ জন কাতারপ্রবাসী বাংলাদেশি বন্দী রয়েছেন। তাঁরা বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে সাজা ভোগ করছিলেন। খুব শিগগির প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের দেশে পাঠানো হবে। খবর: প্রথম আলো

Related Posts

About The Author

Add Comment