মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচটা তাদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।
সিরিজে প্রথমবারের মতো টস হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা।
দলে দুটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে তামিম ইকবালের দল। ওপেনার লিটন দাসের জায়গায় খেলবেন মোহাম্মদ নাঈম। দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁর জায়গায় দলে ঢুকেছেন পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে, ফিল্ডিংয়ে বাংলাদেশ
|
May 28, 2021 |