গণপরিবহনে হাফ ভাড়া নেওয়া হবে, সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।
আজ ৩০ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
এদিকে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
তিনি আরও বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। তবে সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটির সময় হাফ ভাড়া দেওয়া যাবে না।
ঢাকা মহানগরে চলাচলকারী বাসে শুধু হাফ ভাড়া দেওয়া যাবে। ঢাকার বাইরের জন্য হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া কেন ঢাকার বাইরে কার্যকর হবে না এমন প্রশ্নে এনায়েত উল্ল্যাহ বলেন, এই দাবি শুধু ঢাকার শিক্ষার্থীদের ছিল।