কানাডা এ বছর চার লাখ এক হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়েছে। যাঁরা অস্থায়ীভাবে দেশটিতে বসবাস করছিলেন, তাঁদের গুরুত্ব দিয়েই এ অভিবাসন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা যায়। এ তথ্য জানিয়েছেন কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী সিন ফ্রাসার ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি বছরের এ লক্ষ্যমাত্রা পূরণ করেছে কানাডা। আগামী বছরে আরও বেশি অভিবাসীকে বসবাসের সুযোগ দিবে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। কানাডা সরকার ২০২২ সালের মধ্যে ৪ লাখ ১১ মানুষকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চায়।
এদিকে কানাডার অভিবাসনমন্ত্রীর বলেছেন, যাঁরা নতুন করে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন, তাঁদের একটি বড় অংশ এতদিন কানাডায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন। গত ১০০ বছরের মধ্যেও এতসংখ্যক অভিবাসীকে ১ বছরে স্থায়ী বসবাসের সুযোগ দেয়নি কানাডা।
সুত্রঃ জাগো নিউজ