আজ মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। দুই বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
এবারের আসরটি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ওয়েস্ট ইন্ডিজের মাঠে গড়াচ্ছে এবারের ১৪তম আসর। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) প্রথম দিনেই মাঠে নামছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মাঠে নামছে এ দুটি দল। গায়ানার জর্জটাউনে দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। দুটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটি ১৬ জানুয়ারি মাঠে গড়াবে।
আরও পড়ুনঃ কমবে বৃষ্টির প্রবণতা বাড়বে শীত, আবহাওয়া অধিদপ্তর