বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ অবিশ্বাস্য জয় লাভ করেছে। গত (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হতে না হতেই বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু হয়ে গেল।
আজ (২৩ ফেব্রুয়ারি) বুধবার বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষ হল। আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভাড় ১ বলে ২১৫ করেছে।
তারপর বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ২৮ রানে ৫ উইকেট, ৪৫ রানে নেই ৬ উইকেট। একে একে ফিরে গেলেন তামিম, লিটন, মুশফিক, ইয়াসির রাব্বি, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের ব্যাটিংয়ের পুরো শক্তিই বলতে গেলে শেষ হয়ে গেছে। ব্যক্তদের মনে শঙ্কা দেখা দিয়েছিল, কত কম রানে শেষ হয়ে যায় বাংলাদেশ!
কিন্তু দুই তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুব যে বীরত্ব দেখালেন, তা রীতিমত অবিশ্বাস্য। মেহেদী হাসান ১২০ বলে ৮১ রান, আফিফ হোসেন ধ্রুব ১১৫ বলে ৯৩ রান করেছেন।
আরও পড়ুনঃ বইমেলায় আগত সকলকে অনন্ত একটি করে বই কেনার আহবান জানান কবি এস এম শাহনূর
১৭৪ রানের অবিশ্বাস্য এক জুটি গড়লেন দুই তরুণ ক্রিকেটার। ম্যাচ শেষে ৭ বল হাতে রেখেই ৪ উইকেটের এক অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ। দুটি ইনিংসই নিজেদের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস।