ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শুষ্ক বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতের সেন্ট্রাল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি।
বুধবার দুপুর ১২টার দিকে আখাউড়া ড্রাই পোর্ট ফিশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. ফারুক মিয়া এ তথ্য জানান।
আখাউড়া ড্রাই পোর্ট ফিস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, আখাউলা ড্রাই পোর্ট দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ টন মাছ ভারতের ত্রিপুরাসহ প্রতিবেশী সাতটি রাজ্যে রপ্তানি হয়। মাছের রপ্তানি মূল্য প্রতি কেজি ২.৫ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে $১০০০০০ মূল্যের মাছ রপ্তানি হয়। তবে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি জানিয়েছে, আমদানিকৃত মাছের মান যাচাইয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবলের অভাবে তারা মাছ আমদানি করবে না। তাই আজ থেকে এক মাসের জন্য মাছ রপ্তানি বন্ধ থাকবে। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি সরকারও কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে। এছাড়া বন্দর রপ্তানি বাণিজ্য আরও সংকুচিত হবে।
মিথ্যা ঘোষণা দিয়ে আনা পাথরধুলা খালাসের অনুমোদন (akhaura.local)
আখাউড়া ড্রাই পোর্ট ফিশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. ফারুক মিয়া বলেন, “আমাদের বন্দরটি প্রায় ১০০% রপ্তানিমুখী। এই বন্দর দিয়ে রপ্তানি করা পণ্যের বেশির ভাগই মাছ। ভারত সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হবেন। এদিকে, বাংলাদেশিরা চীন সরকার বিলিয়ন বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও হারান।
এ প্রসঙ্গে আচৌলা শুষ্ক বন্দরের দায়িত্বে থাকা ব্যক্তি মো. সামাউল ইসলাম বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে ভারত থেকে মাছ আমদানি বন্ধের কথা জানানো হয়েছে। যাইহোক, স্থলবন্দর কর্তৃপক্ষ মাছের ট্রাকের উপর আরো শুল্ক আরোপ করায় মাছ রপ্তানি বন্ধের ফলে বন্দরে রাজস্ব হ্রাস পাবে।