সার্ভারে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সাড়ে ৪ ঘণ্টা পর যাত্রী পারাপার শুরু হয়েছে।

২ এপ্রিল দুপুর পৌনে ১টার দিকে ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও যাত্রী পারাপার শুরু হয়েছে। ইমিগ্রেশনে শতাধিক যাত্রী আটকা পড়ে আছেন বন্ধের সময় ।

 পুলিশের সহকারী উপ-পরিদর্শক দেওয়ান মোরশেদুল হক বলেন,সকাল সোয়া ৮টা থেকে আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে ,বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায় যেন আর যাত্রী না পাঠানো হয়। বেলা সাড়ে ১১টা থেকে শুধুমাত্র বিমানের টিকিটধারী যাত্রীদের পারাপারে সম্মত হয় আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দুপুর পৌনে ১টা থেকে যাত্রী পারাপার পুরোপুরি স্বাভাবিক হয়। স্থলবন্দর আখাউড়া মাধ্যম এ বন্দর দিয়ে ৭০০-৮০০ যাত্রী পারাপার হয়ে থাকেন।

Related Posts

About The Author