ফেনীর হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা রহিম উল্লাহর রিমান্ড মঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণকারী টমটমচালক জাফর উল্যাকে হত্যার মামলায় ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতা রহিম উল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার দুপুরে ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম এই রিমান্ডের আবেদন গ্রহণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান রহিম উল্লাহর সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত রহিম উল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া আদালতের এই আদেশ নিশ্চিত করেছেন।

১২ অক্টোবর ঢাকার ধানমন্ডি এলাকা থেকে র‍্যাবের সদস্যরা রহিম উল্লাহকে আটক করেন। পরবর্তীতে জাফর উল্যা হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Related Posts

About The Author