ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক জাহিদুল হক শুভ (২৫) , তাঁর বিরুদ্ধে ঢাকার শাহবাগ ও সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার তালশহর ইউনিয়নে এ অভিযান চালায় পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানীতে দায়ের করা হত্যা এবং বিস্ফোরক মামলার সন্দিগ্ধ আসামি বলে জানিয়েছে পুলিশ। মামার বাড়িতে আত্মগোপনে থাকা জাহিদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লামাবাইক এলাকার আনিসুল হকের ছেলে জাহিদুল ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকতেন।জাহিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের (অষ্টম সেমিস্টার) শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন। ২১ অক্টোবর ঢাকার শাহবাগ থানায় জাহিদুলের বিরুদ্ধে শিক্ষার্থীর ওপর হামলা, মারধরসহ বিস্ফোরক আইনে মামলা হয়। তার আগে গত ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হওয়া আরেকটি বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি জাহিদুল।সে সময় ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত ঘটনায় নেতৃত্ব দেন জাহিদুল। ৫ আগস্টের পর থেকে মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে সদর থানা ও ঢাকার শাহবাগ থানায় দুটি মামলা রয়েছে। তাছাড়া একই অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায়ও তিনি আসামি বলে জানতে পেরেছি। গ্রেপ্তার শুভকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।