ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে তিন সন্তানের জন্ম

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন হবিগঞ্জের বাসিন্দা এক প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের কুমারশীল মোড়ে অবস্থিত দি রেমেডি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি ১টি পুত্র ও ২টি কন্যা সন্তানের জন্ম দেন।বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় হাসপাতালের গাইনি কনসালটেন্ট ড. গোপা পাল বিষয়টি নিশ্চিত করেছেন প্রসূতির এই সফল সিজারিয়ান অপারেশনে অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট ছিলেন ড. খোকন দেবনাথ।

ড. গোপা পাল বলেন, প্রসূতি প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিলেও এক মাস আগে তাদের কাছে আসেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তখনই জানা যায়, তার গর্ভে তিনটি সন্তান রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে মরিয়মকে হাসপাতালে আনা হয়। তার রক্তের পরিমাণ কম ছিল এবং শিশুদের নড়াচড়া কমে গিয়েছিল। দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নিয়ে সফলভাবে তিনটি শিশুকে পৃথিবীতে আনা হয়। জন্ম নেওয়া ছেলে শিশুটির ওজন ২ কেজি ৩০০ গ্রাম এবং দুই মেয়ের ওজন যথাক্রমে ২ কেজি ১০০ গ্রাম এবং ২ কেজি।

ড. গোপা পাল আরও বলেন, মা ও শিশুরা বর্তমানে ভালো আছেন। এই দম্পতির আগে থেকেই একটি মেয়ে সন্তান রয়েছে। মরিয়ম আক্তারের এই বিরল অভিজ্ঞতা এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরিবার ও স্বজনরা নবজাতকদের জন্য সবার দোয়া প্রার্থনা করেছেন।

Related Posts

About The Author