ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ওপারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, কসবার শ্যামপুর এলাকার শের আলীর ছেলে রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।
এ সম্পর্কে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ওই যুবকেরা ইচ্ছাকৃতভাবে ভারতে ঢুকেছিলেন। স্থানীয় বিজিবির ক্যাম্প ও বাসিন্দাদের সূত্রে তাঁরা জানতে পেরেছেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বিষয়টি তদন্তাধীন।
৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের একটি সূত্র জানায়, গতকাল রাত দেড়টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা সীমান্ত দিয়ে ছয় থেকে সাতজন অবৈধভাবে ভারতের ১৫০ থেকে ২০০ গজ ভেতরে ঢোকেন। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে তাঁরা বাংলাদেশের সীমান্তে ঢোকেন।
আহত দুজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁরা কোথায় চিকিৎসা নিচ্ছেন, সেটাও জানা যায়নি। আজ রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে তাঁদের খোঁজ পাওয়া যায়নি। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স শিল্পী আক্তার বলেন, রাত থেকে সকাল পর্যন্ত রবিউল ও আজাদ নামের কোনো রোগী জরুরি বিভাগে আসেননি।
বিজিবির একটি সূত্র জানিয়েছে, ওই ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হবে। সীমান্তবর্তী এলাকার লোকজন গরুর ঘাস আনতে সীমান্তে যান—এমন দাবি থাকলেও এটি পুরোপুরি সত্য নয়। একটি চক্র অসৎ উদ্দেশ্যে নিয়মিতভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিজিবি।