ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হয় ওবায়েদ নামের ৪৭ দিন বয়সী এক শিশু। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় নূর জাহান নামের এক কলেজছাত্রী শিশুকে ঝোপের মধ্যে কুড়িয়ে পেয়ে সদর থানা–পুলিশের কাছে হস্তান্তর করে।
শিশু ওবায়েদ উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে। নূর জাহান জেলা শহরের মেড্ডা এলাকার বাসিন্দা।
নিখোঁজ শিশুর মা সাবিনা আক্তারের বরাত দিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, শিশুটিকে কোলে নিয়ে বেসরকারি হাসপাতালটিতে তিনি একা চিকিৎসার জন্য আসেন। সেখানে চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাফি করার পরামর্শ দেন। হাসপাতালে আল্ট্রসনোগ্রাফি কক্ষে ঢোকার আগে সাবিনা আক্তার তার সন্তানকে পাশে বসা এক অপরিচিত নারীর কোলে দিয়ে যান। আল্ট্রাসনোগ্রাফি কক্ষ থেকে বের হয়ে দেখেন নবজাতক শিশুসহ অপরিচিত নারী উধাও। শিশুটি জেলা সদর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, নূর জাহান নামের এক শিক্ষার্থী শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে। শিশুটি সুস্থ আছে। তবে ওই নারীকে আটক করা সম্ভব হয়নি।
হাসপাতালে দেড় মাসের শিশু চুরি, সেই শিশুটিকে সড়কের পাশে পেলেন কলেজছাত্রী
|
June 8, 2021 |