কে?
– আমি অন্ধকার!
কি চাও?
– তোমার মুখোমুখি হতে চাই।
তাই..কিন্তু কেন?
– সময় এসেছে যে।
কি করবে তুমি?
– মিশে যাবো তোমার অস্তিত্বে।
আশ্চর্য! তারপর?
– আলোর সাথে যুদ্ধ করবো অসংখ্যবার,
হেরে যাবো অথবা হারিয়ে দেবো।
আর কি কোন উপায় নেই?
– আমাকে আশ্রয় দেওয়া ছাড়া তোমার আর কোন উপায় নেই..
খুলে দাও অনুভূতির দরজা!
এসো তবে
প্রবেশ করো আমার আমিত্বে…
নিঃশব্দে তার মাঝে মিশে গেলো জাগতিক অন্ধকার!
এখন শুধুই অপেক্ষা..
হয়ত সে আলোকিত একজন হবে
অথবা অন্ধকারের কেউ…!!
…… সৃজন শারফিনুল