গুজবে কান দেবেন না, ইউপি নির্বাচন পিছিয়েছে কল্যাণের জন্য

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম

আখাউড়ায় আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। সেই মতে সবাই প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে ঘোষণা আসলো চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩ দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

অনেকেই এই বিষয়টিকে নিয়ে জল ঘোলা করতে চাচ্ছেন। কেউ কেউ অপপ্রচার চালাচ্ছেন আবার কেউবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে আরও অনেক আগেই। সবাই যার যার মতো করেই প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে এই ঘোষণার ফলে অনেকের গণসংযোগ বা মনঃসংযোগ দুই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ন কবীর খোন্দকার। গত মঙ্গলবার ২৩ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন। সামনে এইচএসসি পরীক্ষা। ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরে ভোট গ্রহনের দিন ধার্য ছিল। ওই দিন এইচএসসি পরীক্ষা থাকার কারণে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখে পরিবর্তন আনার এ সিদ্ধান্ত নেয়।

সুত্র থেকে জানা যায়, আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষার সূচি রয়েছে। ওইদিন চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন রেখেছে ইসি।

বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নজরে এলে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে কথা বলেন। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য সিইসিকে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী। যার প্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি ভোট ৩ দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর পূণনির্ধারণ করা হয়েছে।

আখাউড়া ইউপি নির্বাচন

আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, নির্বাচন পিছিয়েছে সবার কল্যাণের কারনে। সরকার সব কিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, গুজবে কান দেবেন না। নির্বাচন পিছিয়েছে কল্যাণের জন্য। আমরা ঐক্য বদ্ধ আছি। নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং আমরা জয়ী হবো ইনশাল্লাহ।

Related Posts

About The Author

Add Comment