রাজ কুমার গয়াল পরিদর্শন করলেন আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম

বর্তমানে আখাউড়া এলাকায় যে কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে তার মধ্যে অন্যতম হল আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্তে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প। দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ। প্রতিদিনই এই নিয়ে হচ্ছে খবরের শিরোনাম। এবার পরিদর্শনে এলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজ কুমার গয়াল।

আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্প এলাকা সরজমিনে দেখে গেলেন তিনি। বাংলাদেশে এসেছিলেন গত শনিবার (১৩ নভেম্বর) সকালে। গয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আখাউড়া চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আসেন। এখান থেকে সড়ক পথে প্রথমে আখাউড়া গঙ্গাসাগর রেলষ্টেশন ও পরে আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্তে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের অগ্রগতি দেখেন।

আখাউড়া চেকপোষ্টে রাজ কুমার গোয়েলকে ফুল দিয়ে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও রেলওয়ে পরামর্শক অনিতা বারিক।

সেখানে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সহকারী হাই কমিশনের সহকারি হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প পরিচালক মো. সুবক্ত গীন এবং রেলওয়ে ও আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়ক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকরা।

তবে এইদিন রাজ কুমার গোয়েল সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। প্রতিনিধি দলে থাকা ভারতীয় প্রতিষ্ঠান ইরকন ইন্টারনেশনালের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার রমন সিংলা কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

তিনি এই প্রকল্পের ইঞ্জিনিয়ারদেরও চিফ। তার কথায় আগামী বছরের মার্চের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হতে পারে। আখাউড়া-আগরতলা রেললাইন নির্মান কাজটি অগ্রাধিকার ভিত্তিতে হচ্ছে।

তিনি বলেছেন, এই প্রকল্পটির সঙ্গে দুই দেশের উন্নত সম্পর্ক জড়িয়ে আছে। এখন পর্যন্ত তৃতীয় দফা মেয়াদ বাড়িয়ে চলছে প্রকল্পপির নির্মাণকাজ।

এই বিষয়ে তিনি বলেছেন, করোনা প্রকোপ বাড়ার কারণে দফায় দফায় প্রকল্পটির কাজ বন্ধ ছিল। এখন আবারও শুরু হচ্ছে। এরই মধ্যে ভারত থেকে রেললাইন এসে গেছে। তবে স্লিপার আসতে সময় লাগছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে স্লিপারের প্রথম চালান চলে আসবে। ভারতের আগরতলা অংশে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আখাউড়া অংশেও দ্রুত কাজ হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজ কুমার গয়াল প্রতিনিধি দল নিয়ে নীলফারীর সৈয়দপুর, দিনাজপুরের পার্বতীপুর, যশোর এবং খুলনা জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা ঘুরে দেখবেন বলেও জানা গেছে।

Related Posts

About The Author

Add Comment