চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে আবারো আখাউড়ায় যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম
ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যুর বিষয়টি দিন দিন প্রকট হয়ে আসছে। এর মধ্যে যুবকের সংখ্যা বেশি পরিলক্ষিত হচ্ছে। তার মূলে রয়েছে আত্মহত্যার প্রবনতা।

এইতো মাত্র ৫ দিন আগে আখাউড়ায় এক যুবক আত্মহত্যা করেছেন ট্রেনে কাটা পড়ে। চলন্ত ট্রেনে ঝাঁপ দেন মো. শিবলী নোমান নামের যুবকটি। খোজ নিয়ে জানা যায় মানসিক হতাশা থেকে আত্তাহুতি দেন। আবার অনেকে বলছেন ছেলেটা মাদকাসক্ত ছিল।

৩৮ বছরের মো. শিবলী নোমান নামের এই যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। গত রোববার আখাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেবগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিবলী আখাউড়া পৌরসভার তারাগন এলাকার মৃত জারু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মাদকাসক্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সামনে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না, আখাউড়ায় এক যুবক গ্রেফতার

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ‘ছেলেটি খুব ভালো ছিল, তবে মাদকাসক্ত হয়ে এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিল।’

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Related Posts

About The Author