ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় কাজী একলাছ মিয়া নামে এক কৃষকের ১৮টি মাল্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২৮ডিসেম্বর) রাতের আধারে উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে এই কৃষকের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়।
জানা যায়, একলাছ মিয়ার বাড়ি সংলগ্ন প্রায় ২ বিঘা জমিতে মাল্টা বারি-১ জাতের ১২০টি গাছ রোপন করেন। বেশ কিছু গাছে আগাম ফল ছিল। তবে বেশির ভাগ গাছেই সামনে ফলন আসত। এরইমধ্যে গভীর রাতে কে বা কাহারা তার ১৮টি মাল্টা গাছ কেটে দেয় একলাছ মিয়া বলতে পারে না।
আরও পড়ুনঃ আখাউড়ায় মাল্টার বাম্পার ফলন, পুরো জেলায় রয়েছে ১৮৮০টি মাল্টার বাগান
কাজী একলাছ মিয়া বলেন, রাত ১১টা পযর্ন্ত তার মাল্টা বাগান তিনি পাহাড়া দেন। তারপর শীত বেশী হওয়ায় এক পর্যায়ে ঘুমাতে চলে যান। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার বাগানের বেশ কিছু মাল্টা গাছ কাটা অবস্থাই পড়ে আছে। পরে তিনি কান্নায় ভেঙে পড়েন তার চিৎকারে স্থানীয় লোকজন তার বাগানে আসেন। তিনি আরও জানান, পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে মাল্টা চাষ করেন। এই মাল্টা গাছে আগামী কয়েক দিনের মধ্যে ফল দেবে। অনেক কষ্ট করে এই গাছগুলো লাগিয়েছিলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান, এটি একটি মর্মান্তিক ঘটনা। এ খবর পাওয়া মাত্র আমাদের কৃষি বিভাগের লোকজন সেখানে পৌঁছেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কাজী একলাছ মিয়ার সার্বিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।