করোনা চিকিৎসায় ফাইজারের মুখে খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মুখে খাওয়া বড়ির অনুমোদন দেয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।
ফাইজারের তৈরি মুখে খাওয়ার ওষুধ নাম প্যাক্সলোভিড ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। করোনা আক্রান্ত ১২ বছরের বেশি বয়সী রোগীরা বাড়িতে থেকেই ওষুধটি সেবন করতে পারবেন।
ফাইজারের চেয়ারম্যান ও সিইও বলেন, এই পদ্ধতি রোগীদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমাবে। এ অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহারের আমাদের করোনা চিকিৎসার পদ্ধতিই বদলে দেবে।
বর্তমানে ভারতেও করোনা চিকিৎসায় দুটি ভ্যাকসিন মুখে খাওয়া ওষধ অনুমোদন দিয়েছে। দেশটি অনুমোদন দেওয়া ওই দুটি ভ্যাকসিন হলো কোভোভ্যাক্স ও কোরবেভ্যাক্স। ভারতে এখন পর্যন্ত আটটি করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হলো। অনুমোদন পাওয়া ভ্যাকসিন গুলো হলো কোভিশিল্ড, কোভ্যাক্সিন, জিকোভি-ডি, স্পুতনিক ভি, মডার্না, জনসন অ্যান্ড জনসন, কোরবেভ্যাক্স এবং কোভোভ্যাক্স।
আগামী ১০ জানুয়ারি থেকে ভারতে হেলথকেয়ার, ফ্রন্টলাইনার এবং ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেবে বলে জানা গেছে। এছাড়া দেশটিতে আগামী ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।