আরাফাত ময়দান মুখর লাব্বাইক ধ্বনিতে

আরাফাত ময়দান মুখর লাব্বাইক ধ্বনিতে। আজ হজের পবিত্র দিন। করোনার ঘটনার দুই বছর পর এবার স্বাভাবিক পরিবেশে পবিত্র হজ উদযাপিত হচ্ছে। শুক্রবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত স্কয়ারে জড়ো হবেন ১০ লাখ মুসল্লি।

আরাফাত চত্বরে লক্ষ লক্ষ মানুষ আজ কণ্ঠে ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি মাতা লাকা ওয়াল মুলক্‌, লা শারিকা লাক, (আল্লাহর প্রশংসা করবে এবং ঘোষণা করবে যে তিনি ছাড়া কোন ইলাহ নেই) ।

তারা আরও বলবে যে সমস্ত সাম্রাজ্য একমাত্র আল্লাহর কর্তৃত্বের অধীনে পড়ে। হজের মূল আনুষ্ঠানিকতা হলো আরাফাতের মাটিতে অবস্থান করা। আরাফাত নামে একটি বড় সমতল রয়েছে।

এটি দুই মাইল লম্বা এবং দুই মাইল চওড়া। জমির তিন দিকে পাহাড় রয়েছে। জাবালে রহমত রহমতের পাহাড় যার উপর মানুষ ভরসা করতে পারে। কথিত আছে যে, হজরত আদম (আ.) ও হজরত হাওয়া (আ.) এই স্থানে পুনরায় মিলিত হয়েছিলেন।حذرت محمد (بابا)। )

জাবালে রহমত পাহাড়ের কাছে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দেন। এই পাহাড়ে একটি উঁচু স্তম্ভ রয়েছে। কেউ কেউ একে প্রার্থনার পর্বত বলে উল্লেখ করেন। কিছু তীর্থযাত্রী ইবাদত করার জন্য জাবালে রহমাতে উঠে।

আজ আরাফাতের ময়দানে খুতবা শেষে জোহর ও আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। আরাফাত স্কয়ারের মসজিদ থেকে খুতবা দেবেন নামিরা।

 এ বছর হজের খুতবা দেবেন শেখ মুহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। একই সময়ে তিনি মসজিদে নামাজের ইমামতি করেন। হজের আরবি খুতবা বাংলাসহ ১৪টি ভাষায় শোনা যায়।এই ওয়েবসাইটে হজের খুতবা শোনা যাবে। হজের খুতবাটির বাংলাদেশি অনুবাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শোয়েব রশিদ।

হাজিরা আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন এবং মাগরিব ও এশার নামাজ আদায় করতে মুজদালিফায় যাবেন। রাতে খোলা মাঠে থাকুন। সেখান থেকে শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করুন।

তীর্থযাত্রীরা ট্রেন, গাড়ি বা পায়ে হেঁটে মিনায় যাবেন এবং তারপর তাদের নিজ নিজ তাঁবুতে ফিরে যাবেন। মিনায় বড় শয়তানকে মারার জন্য আমাকে সাতটি পাথর দিন। শয়তানের প্রতিকৃতি পাথর দিয়ে ছুড়ে মারার পর, কোরবানির জন্য প্রস্তুত হতে হবে

আরাফাত ময়দান মুখর লাব্বাইক ধ্বনিতে
আরাফাত ময়দান

আরাফাত ময়দান মুখর লাব্বাইক ধ্বনিতে। আজ আরাফাতের ময়দানে খুতবা শেষে জোহর ও আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। আরাফাত স্কয়ারের মসজিদ থেকে খুতবা দেবেন নামিরা।

এ বছর হজের খুতবা দেবেন শেখ মুহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। একই সময়ে তিনি মসজিদে নামাজের ইমামতি করেন। হজের আরবি খুতবা বাংলাসহ ১৪টি ভাষায় শোনা যায়।এই ওয়েবসাইটে হজের খুতবা শোনা যাবে। হজের খুতবাটির বাংলাদেশি অনুবাদকের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শোয়েব রশিদ।

হাজিরা আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন এবং মাগরিব ও এশার নামাজ আদায় করতে মুজদালিফায় যাবেন। রাতে খোলা মাঠে থাকুন। সেখান থেকে শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করুন।তীর্থযাত্রীরা ট্রেন, গাড়ি বা পায়ে হেঁটে মিনায় যাবেন এবং তারপর তাদের নিজ নিজ তাঁবুতে ফিরে যাবেন। মিনায় বড় শয়তানকে মারার জন্য আমাকে সাতটি পাথর দিন। শয়তানের প্রতিকৃতি পাথর দিয়ে ছুড়ে মারার পর, তীর্থযাত্রীদের শোক বা বলিদানের জন্য প্রস্তুত হতে হবে।

আরাফাতের ময়দানে খুতবা শেষে জোহর ও আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। আরাফাত স্কয়ারের স্পিরিট নামিরা আরাফাত স্কয়ারের মসজিদে খুতবা দেবেন। এ বছর হজের খুতবা দেবেন শেখ মুহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। একই সঙ্গে মসজিদে নামাজের ইমামতি করবেন। হজের আরবি খুতবা বাংলাসহ ১৪টি ভিন্ন ভাষায় শোনা যায়।

অধিকাংশ তীর্থযাত্রী কুরবানী দিতে মুস্তাহালাকা (পশুর বাজার ও কসাইখানা) নিজে বা বিশ্বস্ত লোকদের সাথে যান। কেউ কেউ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে ৮০৯ রিয়াল জমা দিয়েছেন। পশুর খরচে চুল কেটে বা কামিয়ে গোসল করুন। ফ্যাব্রিকের দুটি টুকরা পরিবর্তন করুন যাতে তারা একসাথে সেলাই না হয়।এরপর মিনা সাধারণ পোশাক পরে সাতবার কাবা শরীফের তাওয়াফু খেলতে মক্কায় যায়। কাবার সামনের দুটি পাহাড় হলো সাফা ও মারওয়া। সুতরাং, তাদের মধ্যে সাতবার দৌড়াও।

এরপর তারা আবার মিনায় যাবেন। আপনি যদি মিনায় থাকেন তবে আপনি বিভিন্ন আকারের তিনটি শয়তানের দিকে ২১টি পাথর নিক্ষেপ করবেন। মক্কায় বিদায়ী তাওয়াফ শেষে দেশে ফিরবেন তিনি।যারা হজের আগে মদিনায় যাননি তারা হজের সময় মদিনায় যেতে পারবেন।

সৌদি হজ ও মোয়াচ্চাসা মন্ত্রণালয়ের সূত্র আমাদের জানায় যে সৌদি সরকার মক্কা, মিনা ও আরাফাতে তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে খাবার ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করছে। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান হজযাত্রীদের উপহার দিচ্ছে। নাজমুল হুদা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

দুই বছর আগে নিবন্ধন করেও তিনি হজে আসতে পারেননি। দুই বছর পর করোনায় আসার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাবার) সভাপতি শাহাদাত হোসেন বলেন, ব্যক্তিগত নির্দেশনায় সব হজযাত্রী আল্লাহর রহমতে ভালো করছেন।

Exclusive Web Services

Related Posts

About The Author