চাটমোহরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে, থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনোয়ার হোসেন (৫৪) কে গ্রেপ্তার করেছে।

চাটমোহরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। গ্রেপ্তার মো. মনোয়ার হোসেন পৌর সদরের ছোট শালিখা মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে এবং মামলায় শুক্রবার আদালতের মাধ্যমে আসামিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Posts

About The Author