ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের উদ্যোগে আর্ট প্রশিক্ষণ ক্যাম্প শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু কিশোর সংগঠন ‘শিশু নাট্যম’ এর উদ্যোগে তিনিব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে পৌর এলাকার গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপী আর্ট প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। ঐদিন প্রধান অতিথি জেলা বিএমএর সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবু সাঈদ আর্ট ক্যাম্প উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের উদ্যোগে আর্ট প্রশিক্ষণ ক্যাম্প শুরু

তিনদিনব্যাপী এই ক্যাম্প চলবে শনিবার পর্যন্ত। ক্যাম্পে আঁকা ছবি বাছাই করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শিশু কিশোর সংগঠন শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু বলেন, এ সংগঠন প্রতি বছরই শিশুদের নিয়ে তিন দিনব্যাপী আর্ট প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করে। আমরা শিশুদের গ্রামের সাথে পরিচয় করিয়ে দেই। যাতে শিশুরা মানসিকভাবে গ্রামের সাথে তাদের সম্পর্ক গড়ে উঠে।

Related Posts

About The Author