বাংলাদেশে উদীয়মান তরুন শিল্পী ও সংগীত পরিচালক হিসেবে নিজের অবস্থান দিন দিন দৃড় করছেন শিল্পী ও সংগীত পরিচালক কাজী নওরীন। তিনি একই সঙ্গে সঙ্গীত লেখা, সুর করা ও পরিচালনা ছাড়াও বাদ্য যন্ত্রের উপর যে দক্ষতা অর্জন করেছেন, সেটা সত্যিই অবাক করবার মত। বাংলাদেশে নারী শিল্পীদের মধ্যে এমন দক্ষতা খুব একটা দেখা যায় না্। গিটার, কিবোর্ড, দোতারা, ড্রাম কি নেই যা কাজী নওরীনের সাথে কথা বলে না? সব সঙ্গীত যন্ত্রই যেন কাজী নওরীনের সাথে সুর দিয়ে কথা বলে।
বিভিন্ন টিভি চ্যানেলের সাথে ব্যস্ত সময় অতিবাহিত করার পাশাপাশি আমন্ত্রিত হয়েছেন বিবিসি এর মতো বিশ্ব-বিখ্যাত প্রতিষ্ঠানেও। বিবিসির গানগল্পে সংগীতের জগতে শেখা থেকে শুরু করে নানান অভিজ্ঞতার গল্প করেছেন কাজী নওরীন। সেখানে তিনি তুলে ধরেছেন তার চিন্তা চেতনার ভিন্নতা ও তার ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রাম। গেয়েছেন অনুপ্রেরণামুলক গানও। বিবিসিকে শিল্পী ও সংগীত পরিচালক কাজী নওরীন তার বর্তমান ক্যারিয়ারের সফলতা ও ব্যস্ততার কথাও বর্নণা করেন।