বঙ্গবন্ধু বাংলাদেশের বিজয়ের ২৪ দিন পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বেলা ১টা ৪১ মিনিটে তিনি ফিরে আসেন বাংলার মানুষের মাঝে। বঙ্গবন্ধু সেদিন যে বিমানে দেশে ফিরেছিলেন সেটি শনাক্ত করা গেছে।
১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে সেই মুহূর্তে পশ্চিম পাকিস্তানের কারাগারে আটক রাখা হয়। জাতির পিতা বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সব বাধা কাটিয়ে ১৯৭২ সালের ৭ জানুয়ারি ভোরে পাকিস্তান কারাগার থেকে ছাড়া পান জাতির পিতা। এদিন তাকে বিমানে তুলে দেওয়া হয়। ৮ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে ৬৩৫-এ করে অবতরণ করেন। লন্ডনে পৌঁছে সকাল ১০টার পর থেকে তিনি কথা বলেন ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথসহ অনেকের সঙ্গে। পরে ব্রিটেনের বিমানবাহিনীর একটি বিমানে করে ৯ জানুয়ারি দেশের পথে যাত্রা করেন। ১০ তারিখ সকালে তিনি নামেন দিল্লিতে। সেখান থেকেই ১৯৭২ সালের ১০ জানুয়ারি বেলা ১টা ৪১ মিনিটে তিনি ফিরে আসেন বাংলার মানুষের মাঝে।
বাংলাদেশ এভিয়েশন হাব সূত্রে এ তথ্য জানা গেছে, এয়ারক্রাফটটি ১৯৬৩ সালে যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের জন্য বানানো হয়েছিল। ১৯৭৫ সাল থেকে যুক্তরাজ্যের ড্যান-এয়ার লন্ডন নামে একটি এয়ারলাইন্স প্রতিষ্ঠানের হয়ে পাঁচ বছর বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে এটি। ১৯৮১ সালের ফেব্রুয়ারির ৬ তারিখে এটি জার্মানির ডুসেলড্রফে রাখা হয়। এর কিছুদিন পরই এটি ফ্লাগুস্টেলাং পিটার জুনিয়র এভিয়েশন মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হয়।
বর্তমানে এয়ারক্রাফটি জার্মানির হার্মেস্কেইলের একটি প্রাইভেট এভিয়েশন মিউজিয়ামে সংরক্ষিত অবস্থাই আছে।
সূত্রঃ মানবকন্ঠ
আরও পড়ুনঃ বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের শপথবাক্য পাঠ