যাত্রীবাহীসহ সব ধরনের নৌযান চালাচল বন্ধ, ঘূর্ণিঝড় ‘ইয়াস’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এর প্রভাবে বৈরী আবহাওয়ার আশঙ্কায় যাত্রীবাহীসহ সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ মঙ্গলবার (২৫ মে)  বিকেলে সদরঘাটে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। এরপর সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটের সব নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে নৌযান চলাচল শুরু হবে।

প্রবল ঘূর্ণিঝড়টি আরও ঘণীভূত এবং উত্তর ও উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হয়ে আগামীকাল (বুধবার) দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

Related Posts

About The Author

Add Comment