বিআরটিসি বাসে অর্ধেক ভাড়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য

সারা দেশে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনঘনিষ্ঠ এবং যৌক্তিক কোন দাবীতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে। বিআরটিসি বাসে হাফ ভারা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা চলাচলের ক্ষেত্রে এ সুবিধা পাবে।

বেসরকারি মালিকানাধীন বাসে চলাচলে ক্ষেত্রে শিক্ষার্থীদের কনসেশন দেয়ার বিষয়টি আলোচনার জন্য শনিবার বিআরটিএ’তে পরিবহন মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

Related Posts

About The Author

Add Comment