জগন্নাথপুরের নলজুর নদে সেতু নির্মাণের উদ্যোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদে রাজধানী ঢাকার হাতিরঝিলের আদলে একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) জগন্নাথপুর কার্যালয়ের উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার সংবাদ মাধ্যমকে বলেন, পৌর এলাকার যানজট কমাতে খাদ্যগুদাম এলাকায় সরো সেতু ভেঙে হাতিরঝিলের আদলে আর্চ সেতু নির্মাণের প্রাক্কলন অনুমোদন করা হয় গতকাল সোমবার। অনুমোদিত প্রাক্কলনে সেতুটি হবে ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ২৫ মিটার প্রস্থের। সেতুর দুই পাশে ফুটপাত থাকবে। রাতে সেতু ও সেতুর আশপাশের এলাকা আলোকিত করে রাখতে বিশেষ লাইটিং থাকবে। রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতুটি নির্মিত হবে।

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি

সূত্রঃ প্রথম আলো

Related Posts

About The Author

Add Comment