বুধবার থেকে সিটি করপোরেশন এলাকায় চলবে গণপরিবহন

সরকারি-বেসরকারি অফিসে কর্মকর্তাদের এবং জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে গণপরিবহন চলাচলে কিছুটা শৈথিল্য আনা হচ্ছে। কাল বুধবার থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস-মিনিবাস চলতে পারবে। চলমান এই লকডাউনের তৃতীয় দিন বুধবার (৭ এপ্রিল) থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকার মধ্যে গণপরিবহন চলাচল করবে। অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। একইসঙ্গে যাত্রীদের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া দিতে হবে। এছাড়া যাত্রী, চালক ও সহকারীদের মাস্ক পরাসহ অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।

ভিডিওবার্তায় ওবায়দুল কাদের জানিয়েছেন, লকডাউনের মধ্যেও বুধবার থেকে যেসব পরিবহন চলবে, সেগুলো সিটি করপোরেশন এরিয়ার বাইরে যেতে পারবে না। বাইরে থেকেও কোনো পরিবহন সিটি এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না।

Related Posts

About The Author

Add Comment