ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, রামপুরা মহানগর আবাসিক এলাকা ও পশ্চিম রামপুরা মোড়ে ঝটিকা অভিযান চালিয়েছেন। অভিযানে ফুটপাতে বিভিন্ন নির্মাণসামগ্রী দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বুধবার (১৯ জানুয়ারি) ভোরে এ অভিযান পরিচালনা করেন তিনি। এসময় ফুটপাতে নির্মাণাধীন ভবনের মালামাল দেখে ফুটপাত দখলের দায়ে জরিমানারও নির্দেশ দেওয়া হয়।
মেয়র একটি ভবনের কেয়ারটেকারকে বলেন, মানুষ রাস্তা দিয়ে হাঁটবে না? এটা কি তোমার রাস্তা? এটা জনগণের রাস্তা। এটা এখানে রাখলে কেন? ভেতরে রাখতে পারলা না? ভেতরে তোমাদের জায়গা নেই? এখন সব মালামাল থানায় যাবে।
অপর একটি নির্মাণাধীন ভবনে গিয়েও একই চিত্র দেখতে পান মেয়র। পরে মেয়র সব মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। পাশাপাশি ভবনের ডেভেলপার কোম্পানি ও সাইট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুনঃ ধানের ১০টি নতুন জাত অনুমোদন পেল, কৃষি মন্ত্রণালয়
ভবনের কেয়ারটেকারদের উদ্দেশ্য করে মেয়র বলেন, তোমরা এখানে মালামাল রেখেছো। আমার জনগণ ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না। তোমাদের মালামাল গিয়ে আমার ড্রেন নষ্ট হচ্ছে। রাস্তা নষ্ট হচ্ছে। এভাবে তো চলতে পারে না।
সূত্রঃ জাগো নিউজ