লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক সমবেদনা জানান।

মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক শোকবার্তায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ব্যক্তিদের আশু আরোগ্য কামনা করেন।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এ ছাড়া অগ্নিকাণ্ডে দগ্ধ যাত্রীরা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। লঞ্চে প্রায় আট শতাধিক যাত্রী ছিল, অনেকে এখন নিখোঁজ।

সুত্রঃ প্রথম আলো

Related Posts

About The Author

Add Comment