বাণিজ্য বাড়াতে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ এবং যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশের সম্পর্ক অবশ্যই জোরদার করতে হবে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কুরুম্বা দ্বীপে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও ফার্স্ট লেডীর আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ধর্মীয় বন্ধন, সাংস্কৃতিক মূল্যবোধ এবং উন্নয়ন আকাঙ্খা রয়েছে। আমরা এসব অভিন্ন জায়গাগুলো থেকে আমরা আগামী দিনে একসঙ্গে এগিয়ে যাব। প্রধানমন্ত্রী বলেন, আমরা সমৃদ্ধি এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বাস করি।

তিনি বলেন, জলবায়ু’র বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলা এবং করোনা পরিস্থিতি সত্ত্বেও পর্যটন শিল্পকে চাঙ্গা রাখার জন্য তাদের দৃঢ়প্রতিজ্ঞার জন্য মালদ্বীপের প্রশংসা করেন।

আরও পড়ুনঃ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডীর সুস্বাস্থ্য কামনা করে সেদেশের বন্ধু-প্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সুত্রঃ দৈনিক ইওেফাক

Related Posts

About The Author

Add Comment