তরুণদের দায়িত্ব দেওয়ার সময় এসেছে: রাদওয়ান মুজিব সিদ্দিক

তরুণদের দায়িত্ব দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

২০ ডিসেম্বর সোমবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের ধারণ করা ভিডিও বক্তব্য দেখানো হয়।

আরও পড়ুনঃ সুরস্রষ্টা গিরীন চক্রবর্তীর ৫৬তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা

রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বলেন, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে তরুণ প্রজন্মের মানুষ যারা সমাজের জন্য ভূমিকা রেখেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আজকের এদিনে আমরা ১৯৭১-এর তরুণ প্রজন্মকে স্মরণ করছি, যাদের সাহস ও ত্যাগের কারণে আমরা আজ এখানে এই অনুষ্ঠান করতে পারছি। আমরা ভিশন ২০২১ ও ২০৪১ এর দিকেও এগিয়ে যাচ্ছি। তাদের ত্যাগের জন্য আমরা সবই করতে পারছি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author

Add Comment