সাত জেলা লকডাউন স্বাস্থ্যবিধি মেনে চলবে ট্রেন

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় নতুন করে সাত জেলায় সার্বিক কার্যাবলি ও লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত। এ ৭ জেলায় মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারবে না। জেলাগুলো হলো মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখেই ঢাকা থেকে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ চালু থাকবে। তবে করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওই ৭ জেলায় ট্রেনের রুটিন যাত্রাবিরতি স্থগিত করা হয়েছে।

সরকারঘোষিত বিধিনিষেধের কারণে রাজধানী ঢাকার গাবতলী থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ আছে। তবে অনেক যাত্রী বলছেন, তাঁরা যান চলাচল বন্ধ থাকার বিষয়টি জানেন না। কেউ কেউ ঢাকার বাইরে যেতে না পেরে ফিরে যাচ্ছেন। কেউ আবার বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জসহ দেশের সাত জেলায় লকডাউনের দেয়া হয়। এতে কোনো প্রকার গণ পরিবহন নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। প্রথম দিনে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে দুই শতাধিক যানবাহন ফিরিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

Related Posts

About The Author

Add Comment