সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত সরল

ঘূর্ণিঝড় ইয়াসের সময় দেয়া দেশের সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে বলা হয়েছে, আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে।

তবে দেশের বিভিন্ন নদীবন্দরের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

প্রায় ৬৫ ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে এই রুটে ১৭টি লঞ্চে যাত্রী পারাপার করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীপথ উত্তাল থাকায় গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ পরিস্থিতি অনুকূলে থাকায় দীর্ঘ ৬৫ ঘণ্টা পর সকাল ১০টা থেকে লঞ্চ চালু করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পারাপার করা হচ্ছে।

Related Posts

About The Author

Add Comment