কাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুত বধ্যভূমি

কাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুইদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে।

প্রতি বছর এ দিন টিকে কেন্দ্র করে নানান প্রস্ততি গ্রহণ করা হয়। এবারও তাই শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই শোকের দিন স্মরণে বাঙালি জাতি প্রতি বছরের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে। এই দিনে স্মৃতিসৌধের রক্তে রাঙা লাল বেদিতে ফুল দিয়ে সূর্যসন্তানদের সম্মান জানানো হয়।

তবে সারাবছর অনেকটা অবহেলায় পড়ে থাকে বধ্যভূমি প্রাঙ্গণ। অবহেলায় পড়ে থাকলেও ১৪ ডিসেম্বরের আগে সাজানো-গোছানো হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আগামীকাল ১৪ ডিসেম্বর ঘিরে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ একেবারে শেষ পর্যায়ে। এখন চলছে সাজগোজের কাজ।

বধ্যভূমি

আরও পড়ুনঃ টিম মহাকাশ নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন

কাল শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্ন করে একেবারে পরিপাটি করে রাখা হয়েছে রায়েরবাজার বধ্যভূমি। কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। জায়গায় জায়গায় মহান মুক্তিযুদ্ধের সময়ের নানান ব্যানার, পোস্টার টানিয়ে রাখা হয়েছে। সারা বছর ধরে যদিও এই জায়গাটি এমন পরিপাটি থাকেনা। তবে এমন পরিপাটি থাকলে দুরদুরান্ত থেকে স্মৃতিসৌধ দেখতে আসা দর্শনার্থীরা অনেক আনন্দ বোধ করবে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কাল শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত।

Related Posts

About The Author

Add Comment