ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়ী হয়েছেন বিএনপির দলছুট আবদুস সাত্তার ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের আশীর্বাদপ্রাপ্ত স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি প্রতীক)) আইনজীবী আব্দুস সাত্তার ভূঁইয়া ১৩২টি কেন্দ্র থেকে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী (লাঙ্গল চিহ্ন), আবদুল হামিদ বাসানি ৯৬৩৫ ভোট পেয়েছেন। উপ-নির্বাচনে ১৬.১০ % ভোট পেয়েছে।

জয়ী হয়েছেন বিএনপির দলছুট আবদুস সাত্তার ভূঁইয়া
আবদুস সাত্তার ভূঁইয়া


জেলা প্রশাসনিক কার্যালয়ের উপনির্বাচন কন্ট্রোল রুমে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শজির আনান এ ফলাফল ঘোষণা করেন।


এছাড়া নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমদ ৩ হাজারের মধ্যে পেয়েছেন ২৬৯ ভোট। জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম (গোলাপ প্রতীক) এক হাজার ভোটের মধ্যে পেয়েছেন ৫৬০ ভোট। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (আপেল প্রতীক) নির্বাচন থেকে সরে দাঁড়ান ৪৮৪ ভোট।

আশুগঞ্জ ও সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তথ্যমতে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। ১৩২০টি কেন্দ্রে মোট ৬০১২২টি ভোট পড়েছে, যা মোট ভোটের ১৬.১০ %।

Related Posts

About The Author