“বাড়ির পানির ট্যাংক থেকে লাশ উদ্ধার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়”

ব্রাহ্মণবাড়িয়ায় পানির ট্যাংক থেকে তালেব মিয়া (২৮) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ৷ গতকাল মঙ্গলবার বিকেলে শহরের কলেজপাড়ায় ধন মিয়ার বাড়ির পানির ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তালেব জেলা শহরের কান্দিপাড়ার মাইলহাটির মৃত রাজা মিয়ার ছেলে। গত রোববার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।কলেজপাড়ায় ধন মিয়ার একতলার বাড়ির ছাদে পানির ট্যাংক আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির এক ভাড়াটে ট্যাপ থেকে রক্তসহ দুর্গন্ধযুক্ত পানি বের হতে দেখেন। তিনি বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে এলাকার কয়েকজনকে নিয়ে তাঁরা পানির ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ পানির ট্যাংক কেটে ভেতর থেকে লাশ উদ্ধার করে।কলেজপাড়ার বাসিন্দা মো. মামুন মিয়া বলেন, ‘আমার মামি ওই বাড়ির ট্যাপ থেকে রক্তসহ দুর্গন্ধযুক্ত পানি বের হতে দেখেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মনে হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর রহস্য বের করা দরকার।’ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন বলেন, লাশের মুখ থেঁতলে গেছে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশে পচনের গন্ধ ধরেছে। কয়েক দিন আগে লাশটি পানির ট্যাংকের ভেতরে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।ওসি মোজাফর হোসেন আরও বলেন, এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

Related Posts

About The Author