ব্রাহ্মণবাড়িয়া বিএনপির জেলা সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেও মেটেনি বিরোধ। কমিটি নিয়ে বিরোধের জেরে জেলা বিএনপির দুটি পক্ষ পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে বিএনপির একটি পক্ষ সমাবেশ করে এবং শহরের টেংকেরপাড়ের লোকনাথ দিঘির ময়দানে আরেকটি পক্ষ পথসভা করে।
৪ নভেম্বর আহ্বায়ক ও সদস্যসচিবকে অপরিবর্তিত রেখে কমিটির পরিধি বাড়িয়ে ৫ থেকে ৩২ সদস্যের করা হলেও দলীয় বিরোধ মেটেনি। নেতা-কর্মীরা বলছেন, কেন্দ্রীয় বিএনপি দুটি পক্ষের সঙ্গে সমঝোতা করেই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কিন্তু বৃহস্পতিবার দুই পক্ষের পৃথক কর্মসূচি প্রমাণ সমঝোতা হয়নি, বিরোধ রয়েই গেছে। শোভযাত্রা ও সমাবেশে দ্বিধাবিভক্ত জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। ৩২ সদস্যের কমিটির বাকি ৩০ জনকে সদস্য করা হয়েছে। কমিটিতে যুবদল ও ছাত্রদলের সাবেক অনেক নেতা স্থান পেয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত বছর ১০ আগস্ট জেলা বিএনপির পাঁচ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকে পাঁচ সদস্যের কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। কমিটির আহ্বায়ক আবদুল মান্নান, সদস্যসচিব সিরাজুল ইসলাম ও সদস্য নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি পক্ষ এবং আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা এবং সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে আরেকটি পক্ষ পৃথকভাবে দলীয় সব কর্মসূচি পালন করে আসছে।
গতকাল দুপুরে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব সিরাজুল ইসলাম, সদস্য নূরে আলম সিদ্দিকীসহ জেলা যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা। এর আগে তাঁদের উদ্যোগে একটি শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
এদিকে বেলা ১১টার দিকে আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্যসহ জেলা বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করেন। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেংকেরপাড়ের লোকনাথ দিঘি ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে তারা একটি পথসভা করেন। সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারওয়ার, আবদুল করিম, সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম ও এ বি এম মমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ।