ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর, জেলার ভিতর সাগরের ইতিহাস ও কল্পকথা

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম কখনো কখনো কিছু ঐতিহাসিক বিষয়ের কূল কিনারা সাধারণ মানুষ করতে পারেন না। বিশেষ করে সে যদি এই স্থান, পাত্র বা বিষয় সম্পর্কে একেবারে অজ্ঞ থাকেন তাহলে তার নাম শুনলে সেটা সম্পর্কে আরও বেশী কৌতূহল তৈরি হয়। সারাদেশের কাছে তেমনি একটি কৌতূহলের নাম ব্রাহ্মণবাড়িয়া জেলার গঙ্গাসাগর। গঙ্গাসাগর আসলে কি এই নিয়েও অনেকের মাঝে যুক্তিতর্ক করতে শুনা যায়। এই নিয়ে আছে আরও বেশী কথিত কল্পকথা। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর বা আরব সাগরের কথা সবাই জেনেছে বা শুনেছে কিন্তু গঙ্গাসাগর আবার কোথায়? এই সাগর দেখতে কেমন, কেমন তার পানির রং, কোথায় তার প্রকৃত অবস্থান এই … Continue reading ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর, জেলার ভিতর সাগরের ইতিহাস ও কল্পকথা