ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ট্রেন চলাচল দীর্ঘ প্রতীক্ষার সচল হলো। প্রায় সাড়ে ৭ মাস পর সচল হলো অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন।
হেফাজতে ইসলাম কর্মীদের তাণ্ডবের কারণে প্রায় সাড়ে ৭ মাস বন্ধ ছিল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের রেল যোগাযোগ। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংস্কার শেষে শনিবার ১৩ নভেম্বর স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রাবিরতির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে স্টেশনটির।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের স্বাগত জানান। ট্রেন বিরতির সময় হাজারো মানুষ ট্রেন স্টেশনে ভিড় জমায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন দীর্ঘ প্রতীক্ষার পর সচল হলো
|
November 15, 2021 |