আছমা আক্তার সরাইলের প্রথম নারী ইউপি চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আছমা আক্তার প্রথম নারী ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শাহজাদাপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আছমা আক্তার এ জয় পান।


স্থানীয়দের সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে গত রবিবার (২৮ নভেম্বর) সরাইল উপজেলার নয়টি ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবারই প্রথম সরাইল উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের মাঠে নেমেছিলেন তিন নারী। আছমা আক্তার জয়ী হলেও অপর দুজন হেরে যান।

উপজেলা প্রশাসন জানায়, সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা এর আগে একই ইউপি থেকে তিনবার সংরক্ষিত নারী সদস্যপদে নির্বাচিত হয়েছেন। আছমা আক্তার ৫ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান মিয়া (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট। ইউপিতে মোট ভোটার ১৯ হাজার ৪ জন। মোট ভোট পড়েছে ১৩ হাজার ৮৯৪টি।

আরও পরুনঃ যেকারনে নৌকা প্রতীক থাকছে না আখাউড়া-কসবায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে

আছমা আক্তার বলেন, আমি দীর্ঘদিন যাবৎ ইউপি সদস্য হিসেবে এলাকার মানুষের পাশে ছিলাম। এখন ইউপি চেয়ারম্যান হয়েছি। তাই এখন মানুষের পাশে থেকে আরও ভালোভাবে কাজ করার সুযোগ পেয়েছি। কাজের পাশাপাশি আওয়ামী লীগের দলকে শক্তিশালী করব এবং আমি এলাকার নারীদের উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, জনগণ আমাকে নির্বাচিত করেছে। আমি সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থেকে আমার সাধ্যমতো কাজ করে যাব ইনশাআল্লাহ। 

Related Posts

About The Author

Add Comment