ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসন ও সাংবাদিকদের মেলবন্ধন সারাদেশে মডেল, জেলা প্রশাসক

আমি অত্যন্ত গর্বিত যেখানে মিডিয়াকর্মীরা সবাই সর্বোতভাবে ন্যায়ের পক্ষে কাজ করেন বলে মন্তব্য করেন, জেলা প্রশাসক। এখানকার সংবাদকর্মী, প্রেস ক্লাব কর্তৃপক্ষ সকলে অন্যায্য কথা বলেন না, প্রশাসনকে সহযোগিতা করেন। প্রশাসনের কোনো সমস্যা হলে তারা তা জানায়। আমি মনে করি, এই মেলবন্ধন সারাদেশে মডেল।

সোমবার (১০ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এ মন্তব্য করেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন অনুষ্ঠানে আরও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি, সহ-সভাপতি ইব্রাহিম খান, যুগ্ম সম্পাদক রিয়াজ আহমেদ, দপ্তর সম্পাদক মো. শাহজাহান, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, আইসিটি সম্পাদক মজিবুর রহমান খান মিলনায়তনে উপস্থিত ছিলেন।

মিলনায়তন অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি, সহ-সভাপতি ইব্রাহিম খান, সাবেক সহ-সভাপতি শেখ সহিদুল, সাবেক সাধারন সম্পাদক আ.ফ.ম. কাউসার, কার্যকরী সদস্য মনির হোসেন, ক্লাব সদস্য নিয়াজ মুহম্মদ একে একে বক্তব্য রাখেন। তারপর অতিথিগণ অসহায়-দরিদ্র মানুষের মাঝে ‘দুইশ’ কম্বল বিতরন করেন।

আরও পড়ুনঃ মো. শাহগীর আলমকে নতুন জেলা প্রশাসক হিসেবে পেল ব্রাহ্মণবাড়িয়াবাসী

Related Posts

About The Author

Add Comment